মতলব দক্ষিণ: মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী বলেছেন, মতলবের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে দৈনিক মতলবের আলো পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকাটি প্রকাশিত হওয়ায় মতলবের বিভিন্ন সমস্যা সম্পর্কে আমরা অবগত হচ্ছি। এছাড়া বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে এ পত্রিকাটি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে। সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই মহৎ পেশাকে মহৎভাবে কাজে লাগানোর জন্য সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান। সংবাদপত্র সমাজের দর্পণ। এ দর্পণ হিসেবে মতলবের আলো আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে বলে তিনি প্রত্যাশা করেন। কোনো সাংবাদিক ব্যক্তি আক্রোশ নিয়ে বা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য সাংবাদিকতা পেশাকে ব্যবহার না করার জন্যও তিনি অনুরোধ করেন। ১৭ জুলাই স্থানীয় ওয়ালী উল্যাহ পাটোয়ারী মিলনায়তনে দৈনিক মতলবের আলোর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মতলব পৌরসভার মেয়র ও পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ও মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম সারওয়ার সেলিম।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু আদনান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ একেএম মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, মতলব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহগিয়াস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টিপু, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা আক্তার আঁখি, ইসলামী ব্যাংক মতলব শাখার ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন, থানার সেকেন্ড অফিসার মোঃ মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, মতলব কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি সাংবাদিক মোঃ শওকত আলী, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার, ভাঙ্গারপাড় মাদ্রাসার মোহতামিম মাওলানা আবছার উদ্দিন, মতলব বাজার শাহী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদুল্লাহ মজুমদার।
এছাড়া সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমকালের মতলব প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, ইত্তেফাকের মতলব দক্ষিণ সংবাদদাতা মোঃ আকতার হোসেন, ভোরের কাগজের মতলব প্রতিনিধি ও ইলশেপাড়ের মতলব উত্তর ব্যুরো ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম মনির, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক আজকের মতলবের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ লোকমান হোসেন হাবীব, দৈনিক চাঁদপুর দিগন্তের মতলব প্রতিনিধি মোঃ আঃ লতিফ ও মতলব উত্তর প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, দৈনিক মেঘনা বার্তার মতলব প্রতিনিধি খোরশেদ আলম, সাপ্তাহিক দিবাকণ্ঠের স্টাফ রিপোর্টার ইব্রাহিম খান জুয়েল, দৈনিক মতলবের আলোর চীফ রিপোর্টার সফিকুল ইসলাম রিংকু, স্টাফ রিপোর্টার জুম্মন তারেকসহ মতলব বাজার ব্যবসায়ী, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ।