এম আর ফারজানা
ইদানিং তুমি অন্যরকম
পাল্টে যাওয়া দূরের কোন মানুষ,
যেন সদ্য প্রকাশিত নতুন বইয়ের মত
যে বইয়ের অক্ষর শব্দ পৃষ্ঠা আমার জানা নেই ।
আমি কি তোমাকে চিনি ?
প্রশ্ন জমা হয় অযাচিত মনে।
তোমার ভাবনার ফ্যাকাশে রঙ দেখে আমি বিচলিত হই।
তুমি কি চাও তা অস্পষ্ট
তোমার দুর্বোধ্য মনের দেয়াল ভেঙ্গে
হৃদয় সীমানায় আমি পৌঁছাতে পারি না আগের মত।
তুমি আড়াল করছো নিজেকে।
এত অবহেলা ?
জানতো, অবহেলায় সম্পর্কের মৃত্যু হয়।
তুমি কি সম্পর্ক ভেঙ্গে নতুন করে গড়তে চাও অন্য কোথাও?
বলো, আমি তোমায় মুক্তি দেবো ।
আমার ভাবনায় বিন্দু থেকে বৃত্তের যে ব্যসার্ধ তার পুরটাই তুমি।
ব্যস্ততায় কল্পনায় তোমার বিচরণ
ভাবতে পারি না যে তুমি আমার নও।
ইদানিং তুমি অন্যরকম
যেন অবজ্ঞাতেই তুমি খুশী
তোমার বিদ্রুপে ভাঙ্গা কাঁচের মত টুকরো হচ্ছি
ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছ
জানতো, একবার দূরে গেলে
ব্যবধান বাড়তেই থাকে ফেরা হয় না।
অদৃশ্য দেয়াল আটকে দেয় পথের সীমা ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।