প্রতিনিধি
চাঁদপুর শহরের ওয়ারল্যাছে ইন্ডিয়ান হারবালের দায়িত্বরত কর্মকর্তা লোকাল বাজার থেকে ঔষধ এনে প্রতারণা করে জনৈক সাইফুল ইসলাম পাটওয়ারির কাছে বিক্রি করে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ২ প্রতারককে আটক করে ডিবি পুলিশ। গত মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারল্যাছ বাজারের নাঈম প্লাজার ২য় তলার ইন্ডিয়ান হারবালের দোকানে অভিযান চালিয়ে মোঃ নূরুল ইসলাম (৩৫) ও তার সহযোগীকে আটক করে।
ঘটনার বিবরণে জানাযায়, ট্রাক রোডের ভূঁইয়া নিবাসের মৃত আহসান উল্লাহ পাটওয়ারীর ছেলে সাইফুল ইসলাম বিদেশ যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করলে মেডিকেল করার সময় শারীরিক স্বাস্থ্য ও ওজন কম থাকায় সে মেডিকেলে আনফিট বলে গৌণ্য হয়। দ্রুত সে মোটা হওয়ার আশায় পত্রিকা ও ক্যাবল নেটওয়ার্কের ইন্ডিয়ান হারবালের বিজ্ঞাপন দেখে গত ২১ জুন ২০১৩ সালে তাদের প্রতিষ্ঠানে যায়। সেখানে কর্তব্যরত চেম্বারে বসে থাকা মোঃ নূরুল ইসলাম নিজেকে হারবালের চিকিৎসক পরিচয় দেয়। এছাড়াও তার চিকিৎসায় হাজার হাজার রোগী ভালো হয়েছে বলে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে মন আকৃষ্ট করে নেয়। প্রতারক ডাঃ নজরুল, রোগী সাইফুল ইসলামকে ২ প্রকার ঔষধ দিয়ে প্রথমে ২৫ হাজার টাকা নিয়ে ১ মাস পর পুনরায় দেখা করার কথা বলে। ১ মাস পর ঔষধ খেয়ে স্বাস্থ্যের কোনো উন্নতি না হলে গত ১৯ জুলাই ২০১৩ তারিখে পুনরায় তার চেম্বারে গিয়ে দেখা করে। প্রতারক ডাঃ নজরুল ছলচাতুরি করে আবারো ঔষধ সেবন করলে সম্পূর্ণরূপে স্বাস্থ্যবান হবে বলে ৪ প্রকার ঔষধ দিয়ে পুনরায় ২৫ হাজার টাকা নেয়। ২য় বারের ঔষধ খেয়েও কোনো ধরণের স্বাস্থ্য ভালো না হওয়ায় প্রতারক ডাঃ নজরুলকে জানালে সে টাকা ফিরিয়ে দেবে বলে জানায়। পরবর্তীতে টাকার জন্য তার প্রতিষ্ঠানে গেলে সে দুর্ব্যবহার করে দোকান থেকে বের করে দেয়।
ওয়ারল্যাছে ইন্ডিয়ান হারবালের প্রতারণার ঘটনা পুলিশ সুপারের বরাবর ভুক্তভোগী সাইফুল অভিযোগ করলে ডিবি পুলিশ অভিযুক্ত প্রতারক ডাঃ নজরুল ও তার সহযোগীকে আটক করে নিয়ে আসে। প্রতারণা করে টাকা নিয়ে ভেজাল ঔষধ দেয়ার ঘটনার কথা নজরুল স্বীকার করে ক্ষতিগ্রস্ত সাইফুলকে ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা দেয়। আটক ২ প্রতারক মুচলেকা দিয়ে অবশেষে রোগীর হাতেপায়ে ধরে মাফ চেয়ে ডিবি পুলিশের হাত থেকে ছাড়া পায়।
একটি সূত্র জানায়, ওয়ারল্যাছের মোড়ের সিটি কলেজের ২য় তলায় ইন্ডিয়ান হারবালের নামে এ প্রতারক চক্র লোকাল বাজার থেকে ঔষধ এনে নিজেরাই বোতলে মিশ্রিত করে ইন্ডিয়ান হারবালের লেভেল লাগিয়ে ডাক্তার সেজে সাধারণ রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তারা স্থানীয় সন্ত্রাসীদের হাত করে এভাবে দিনের পর দিন তাদের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলো। প্রতারিত হওয়া রোগিরা প্রতিবাদ করলে তাদের পালিত সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ রয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।