প্রতিনিধি
চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ মাহিন খান (২২)কে ইভটিজিংয়ের দায়ে ১ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে এনডিসি আমিনুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গতকাল দুপুরে চাঁদপুর সরকারি কলেজের ছুটির সময় মেয়েদের সাথে ইভটিজিং করার অভিযোগে পুলিশ তাকে আটক করে। চাঁদপুর মডেল থানার এএসআই আলমগীর হোসেন জানান, মাহিনের বিরুদ্ধে ছাত্রীরা ইভটিজিংয়ের অভিযোগ করলে তাকে আটক করা হয়।
অপরদিকে ঈদ উপলক্ষে কুমিল্লা রোড এলাকায় স্বর্ণের দোকানের সামনে ডিউটি করছিলেন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই আহসানুজ্জামান সাইকেল চালক তাজুল ইসলাম (৩০)কে সন্দেহজনকভাবে আটক করেন। এ সময় পুলিশ তার কাছ থেকে ৭ পিচ ইয়াবাসহ মাদক বিক্রির প্রায় ২৫শ’ টাকাসহ তাকে আটক করেন। তার বাড়ি কোড়ালিয়া রোড এলাকায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।