ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের রূপসা বাজারে প্রকাশ্যে ইভটিজিংয়ের দায়ে স্থানীয় জনতার অভিযোগে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কর্তৃক দু সহোদর মানিক (২২) ও আল-আমিন (২৫)কে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে তাদের দু মাসের কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রূপসা বাজারে জনৈক খোরশেদ আলম (জীবন) তার স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে আসলে মানিক ও আল-আমিন তাদের সাথে অশ্লীল আচরণের এক পর্যায়ে খোরশেদকে তারা বেদম মারধর করে। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে তাদের আটক করে ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার হাতে তুলে দেয়ার পর তিনি তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে এসআই সফিউল আযমের নেতৃত্বে থানা পুলিশ তাদের আটক করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলামের আদালতে হাজির করলে আদালত তাদের দু মাসের কারাদণ্ড প্রদান করেন।