মোঃ জামাল হোসেন ॥
জীবনে ঘাত প্রতিঘাত সমস্যা থাকবেই, সেক্ষেত্রে নিজেকে সঠিক রাখলে সকল সমস্যা মোকাবেলা করা সম্ভব। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে শাহরাস্তি মডেল থানার ওপেন হাউজডে অনুষ্ঠানে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার উপরোক্ত কথাগুলো বলেন। তিনি স্কুল, কলেজ ছাত্রীদের চলাচলে বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলেন, একটি ছেলে প্রথম স্বাক্ষাতে কোন মেয়ের গায়ে হাত তুলে না, কিংবা অশ্লীল আচরন করে না। সেক্ষেত্রে মেয়েরা একটু সচেতন হয়ে নিজেকে সঠিক রাখলেই সে সমস্যা সমাধান করা সম্ভব। তিনি তাঁর ব্যক্তি জীবনের চলার পথে উদাহরণ ও চ্যালেঞ্জিং জীবনের বর্ণনা দিয়ে বলেন নিজে সঠিক পথে ছিলাম বলে, আজ এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। আমি আশা রাখবো, আমাকে অনুকরণ, অনুসরনের মাধ্যমে আমাদের মেয়েরা জীবনে সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমরা যার যার অবস্থান থেকে সমাজ থেকে মাদক ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল সৃষ্ট সমস্যা সকলের সর্বাত্মক আন্তরিক সহযোগিতার মাধ্যমে শাহরাস্তি তথা চাঁদপুর জেলা থেকে নির্মুল করতে পারবো। সেক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সিএনটি অটোরিক্সার দুই পার্শ্বে লোহার গ্রিল সংযোজন ও সিএনজি চালকের দুইপাশে যাত্রী বহন করলে সিএনজি চালককে গ্রেফতারের নির্দেশ দেন। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) সিকদার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ, উপজেলা কমিউনিটিং পুলিশিং সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, কমিউনিটিং পুলিশিং সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগ আহবায়ক তোফায়েল আহম্মেদ ইরান, সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারী প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ মোল্লা, শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ দিলদার আজাদ, উপ-পরিদর্শক আবদুল মান্নান, মোঃ কামাল হোসেন, মোঃ নিজাম উদ্দিন, আবদুল ওহাব। মতবিনিময় সভায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।