এস এম সোহেল :ইলিশ মাছ ধংসকারী কারেন্ট জাল উৎপাদন নিষিদ্ধ এই মাসেই হতে পারে। গতমাসে মন্ত্রণালয়ে এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে এ মাসেই অর্থাৎ চলতি মে মাসেই কারেন্ট জাল উৎপাদন নিষিদ্ধের সিদ্ধান্ত হবে বলে জানান চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত।
তিনি গত মঙ্গলবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প ব্যবস্থা কমিটির আয়োজনে জাটকা সংরক্ষণে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণা প্রকল্পের আওতায় জাটকা মৎস্যজীবীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি আরো বলেন, উৎপাদন বন্ধ হয়ে গেলে জেলেরা আর কারেন্ট জাল কিনবে না। এতে চাঁদপুরের ইলিশ রক্ষা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ইউসুফ গাজী। তিনি বলেন, যদি আমরা বছরে ৯০ ভাগ জাটকা রক্ষা করতে পারি, তাহলে ইলিশ উৎপাদন হবে সাড়ে ৪ লাখ মেট্রিক টন। দেশের সম্পদ রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।