বিতর্কিত পাঠ্যসূচি পুণঃস্থাপন হলে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে
—- শেখ মুহাঃ জয়নাল আবদীন
স্টাফ রিপোর্টার ॥
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশি হিসাবে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৩ টায় বাইতুল আমিন শ্বপথ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাঃ রিয়াজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাঃ মহসিন হোসেন এর পরিচালানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি জননেতা শেখ মুহাঃ জয়নাল আবদীন।
তিনি বলেন, পাঠ্যসূচিতে ইসলাম ও দেশবিরোধী বিষয় পুনঃসংযোজনের যে ষড়যন্ত্র চলছে তা কোন ভাবেই বাস্তবায়ন হতে দেয়া যাবে না। ইতোপূর্বে আমরা অনেক ঘাম ঝরিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন এনেছি। এবার প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব। তারপরেও এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না।
তিনি আরো বলেন, আমরা সরকারকে বিভিন্ন মাধ্যমে জানিয়েছি পাঠ্যবইয়ে কোন কোন বিষয় ইসলাম ও দেশবিরোধী। তাই সেই বিষয় যেন আর যুক্ত না হয়। পাঠ্যবই মূল্যায়ন করার জন্য শিক্ষামন্ত্রী যে কমিটি করেছে তা বাতিল করতে হবে এবং এ বিতর্কিত কমিটির কোনো সুপারিশ গ্রহণ করা হলে সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। পাঠ্যসূচি সংশোধনের যে ষড়যন্ত্র চলছে তা কোনো ভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না। শিক্ষামন্ত্রী পাঠ্যবই সংশোধনের জন্য চিহ্নিত বাম ঘরানার কিছু শিক্ষাবিদদের নিয়ে যে কমিটি করেছেন তাদের প্রতি দেশের সচেতন নাগরিকদের কোনো সমর্থন ছিল না। এ কারণে জনগণের যে ধারণা ছিল পাঠ্যবই সংশোধনের প্রস্তাবে তাই ঘটেছে। আগের সিলেবাস পুনঃস্থাপনের জন্য শিক্ষামন্ত্রী যে নাটক সাজিয়েছেন এর পরিণাম শুভ হবে না।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক মুহাঃ মামুনুর রশিদ খান বেলাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাঃ শাহ্ জামাল গাজী সোহাগ, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার আহবায়ক অধক্ষ্য গাজী মুহাঃ হানীফ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি শেখ রায়হান মুহাঃ আকতার, সাংগঠনিক সম্পাদক মুহাঃ নেছার উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মুহাঃ নুরে আলম সিদ্দিকি, সদর উপজেলা সভাপতি মুহাঃ আবুল বাসার, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাঃ আনোয়ার হোসেন সজীব, শহর শাখার আহবায়ক মুহাঃ আসাদুল্লাহ্ সুমন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিপনীবাগ সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিরোনাম:
শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।