সংবাদদাতা, চাঁদপুরনিউজ: ইসরাইলের নারকীয় হত্যাযঙ্গের নিন্দা ও ফিলিস্তিনের জনগনের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানাতে প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা সাধারণ ছাত্র সমাজ।
শুক্রবার (২১ মে) বিকেলে শহরের অঙ্গীকার পাদদেশে প্রথমে সাড়িবদ্ধ দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ শুরু করে। পরে তারা মিছিল বের করে শহরের শপথ চত্তরে এসে প্রতিবাদ সমাবেশ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করে।
এসময় চাঁদপুর জেলা সাধারণ ছাত্র সমাজের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো. শাহাদাত হোসেন, মো. রাব্বি গাজী, মো. আরিফুর ইসলাম, মো. রাকিব হোসেন, মো. শাকিল জমাদার, মো. তৌহিদ হোসেন, মো. আহমেদ ইমন, মো. মিনহাজ আহমেদ, সালাহউদ্দিন আহমেদ, মো. জাহিদ হোসেন, মো. সজিব, মো. আল আমিন, মো. খাইরুলসহ আরো অনেকে।
ক্যাপশনঃ ইসরাইলের নারকীয় হত্যাযঙ্গের নিন্দা ও ফিলিস্তিনের জনগনের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানাতে প্রতিবাদ সমাবেশ করে চাঁদপুর জেলা সাধারণ ছাত্র সমাজ।