স্টাফ রিপোর্টার:
গতকাল বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয় আলোচনা, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে ইফার জেলা কার্যালয় থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে একটি আনন্দ মিছিল বের করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। ঈদে মিলাদুন্নবী (দঃ) আনন্দ মিছিলে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান ও বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন
প্রধান অতিথি আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহ বিশ্ব জগতের রহমত হিসেবে হযরত মুহাম্মদ (দঃ)কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। সবশেষে মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন তাঁর উপর নাযিল করে তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেন। তিনি আরো বলেন, মহানবী (দঃ)-এর প্রতি ভালবাসা ও তাঁর অনুসরণ আমাদের করতে হবে। আমরা নবীর উম্মত। সারাবিশ্বে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে ওলামায়ে কেরাম নবীর শানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে মানুষকে দ্বীনের সঠিক পথ দেখান। আমরাও তাঁদের মতো যার যার অবস্থানে থেকে প্রিয়নবীর আদর্শ অনুসরণ করে দেশের সার্বিক কল্যাণে কাজ করবো। আমরা মুসলমান, ঈমানদার ও রাসূলপ্রেমিক, এতে কোনো সন্দেহ নেই। আজ আমিও মিলাদুন্নবীর মাহফিলে এসে সে সুযোগ অর্জন করেছি।
ইফা চাঁদপুরের উপ-পরিচালক মোঃ হিরণ বেপারীর সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী মাওঃ মোঃ জাকির হোসেন প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ মাসুম খান, নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন হাফেজ মোঃ রুহুল আমিন। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।