চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সোমবার দুপুরে ইফার কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের ইমামগণ কোরআন খতম করেন। এছাড়া অনুষ্ঠানে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের মানুষের ধর্ম ইসলাম সাধারণ জনগোষ্ঠীর মাঝে ব্যাপক প্রচার প্রসারের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আজ ইসলামের প্রচার-প্রসার এর অংশ হিসেবে এ প্রতিষ্ঠান থেকে পবিত্র কোরআনের অনুবাদ ও বাংলা তরজমা, তাফসীর-হাদীস গ্রন্থের অনুবাদ, নবী রাসুলদের জীবনী সহ ইসলামের ইতিহাসের বিভিন্ন কিতাব প্রকাশ করা হয়েছে। যা সাধারন মানুষ বাংলায় পড়তে পারেন। তিনি আরো বলেন ইসলাম নিয়ে অনেকেই অনেক কথা বলেন। কারো কথায় মানুষ বিভ্রান্ত হয়। আবার কারো কথায় জাতি উপকৃত হয়। এদেশের মানুষকে সঠিক দিশা দিতে ইসলামিক ফাউন্ডেশন নিরলস কাজ করছেন। ইসলাম মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে সেইরকম ইসলাম আমরা চাই না। আমরা নবী-রাসূল আউলিয়া কেরামের দেখানো পথে চলতে চাই। এইজন্যেই বঙ্গবন্ধুর কন্যা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে চলছেন। সেখানে ইসলামের সঠিক চর্চা ও গবেষণা নিয়ে সুন্দর কার্যক্রম হবে।
ইফার উপ-পরিচালক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক মোঃ আবদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন। ফিল্ড সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম মুন্সীর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান। নাতে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন মাওলানা গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহির হোসেন পাটওয়ারী, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান শয়েবুর রহমান, জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, ইফার মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ সোলায়মান সহ বিভিন্ন উপজেলার ফিল্ড সুপারভাইজার, মডেল কেয়ার টেকার ও মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দ। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি।