একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও রাজনৈতিক সংঘাত সহিংসতা বন্ধের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে শহরের শপথ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, দেশে আজ চরম অরাজকতা চলছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যাবে না। দেশকে শান্তিতে রাখতে হলে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।
জেলা ইসলামী আন্দোলন চাঁদপুর শাখার সেক্রেটারী শেখ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ইয়াসিন রাশেদ সানী, আনোয়ার আল-নোমান, গাজী মোঃ হানিফ, বেলাল হোসাইন, ছাত্রনেতা মাহবুব ইমরান মাসুম, শাহ জামাল গাজী সোহাগ, সাইদুল ইসলাম প্রমুখ।