মিজানুর রহমান রানা
গাজায় ফিলিস্তিনী শিশুদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যার প্রতিবাদে ইসলামি আন্দোলনের চাঁদপুর জেলা শাখার বিােভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে অনুষ্ঠিত বিােভ সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মো. নুরুল আমিন বলেন, ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে তাতে বিশ্ব বিবেক আহত। তারা শুধু ফিলিস্তিনের মাটিতে রকেট হামলা চালাচ্ছে না; নির্বিচারে হত্যা করছে সেই দেশের নারী ও নিষ্পাপ শিশুদের। অথচ আমরা মুসলমানরা স্বাভাবিকভাবেই জীবন যাপন করছি। আমরা ভুলে গেছি অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। আসুন আমরা সকল দলমত নির্বিশেষে ফিলিস্তিনি ওই শিশুদের ওপর ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে প্রতিবাদ জানাই। পাশাপাশি ইসরায়েইলি পণ্য বর্জন করি। কেননা আমাদের টাকায় অস্ত্র কিনে তারা আমাদের ভাইদের হত্যা করছে।
ইসলামি আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি গাজী মো. হানিফের পরিচালনায় বিােভ সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মো. জয়নাল আবদীন, সাংগঠনিক সম্পাদক আবু হাসানাত, প্রচার সম্পাদক মাহবুব ইমরান মাসুদ, অর্থ সম্পাদক আক্তারুজ্জামান খাঁন, ইসলামি ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. শাহজাহান গাজী সোহাগ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিােভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদণি শেষে নতুন বাজার পুরাণবাজার ব্রিজের কাছে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্ত করেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।