চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৮নং বাগাদী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হাফেজ আব্দুর রহমানকে সভাপতি, মোঃ আবু তাহের পাঠানকে সহ-সভাপতি, মোঃ ওচমান গাজীকে সেক্রেটারী, ডাঃ মোঃ মনির হোসেনকে জয়েন্ট সেক্রেটারী, মোঃ জহির হোসেন বাবুকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ সুজন গাজীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
গত শনিবার বিকেলে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী শেখ মোঃ জয়নাল আবেদীন। হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ। আক্তার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক কাজী মোস্তফা কামাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত, সদর উপজেলা সভাপতি মোঃ মোক্তার হোসাইন, সংগঠনের সদস্য ডাঃ মনির হোসেন প্রমুখ।