: চেকের মাধ্যমে ৫০ হাজার টাকার নিচে উত্তোলন ৩০ এপ্রিলের পর বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক। এর চেয়ে কম অঙ্কের অর্থ তুলতে চাইলে বাধ্যতামূলক এটিএম বুথ থেকে কার্ডের মাধ্যমে উত্তোলন করতে হবে। এ-সংক্রান্ত নির্দেশনা ব্যাংকটির স্থানীয় শাখায় প্রদর্শন করা হচ্ছে। এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ব্যাংকটির কার্ডহীন গ্রাহকরা।
জানা গেছে, শাখায় ভিড় এড়াতে গ্রাহকদের এটিএম বুথ ব্যবহারে উত্সাহিত করছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এ লক্ষ্যে এরই মধ্যে প্রায় ৩০০ এটিএম বুথ স্থাপন করেছে ব্যাংকটি। এছাড়া ব্যাংকের এটিএম কার্ডধারীরা অন্য ব্যাংকের আরো ১ হাজার ২০০ শাখার মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন। কার্ডসেবা বাড়াতে প্রধান কার্যালয় থেকে শাখাগুলোকে নির্দেশনাও দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির স্থানীয় শাখা নোটিস ঝুলিয়েছে, ৩০ এপ্রিলের পর চেকের মাধ্যমে ৫০ হাজার টাকার নিচে প্রদান করা হবে না। ৫০ হাজার টাকার নিচে কার্ডের মাধ্যমে উত্তোলন করতে হবে। প্রথম বছর কার্ডে কোনো চার্জ নেই।
এদিকে এ ধরনের সিদ্ধান্তে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের স্থানীয় শাখায় গ্রাহকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাদের মতে, কোন সেবা গ্রাহকরা গ্রহণ করবেন, ব্যাংক তা নির্ধারণ করে দিতে পারে না। এর মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করছে।
জানতে চাইলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এ বিষয়ে বলেন, ‘প্রধান কার্যালয় থেকে শাখাগুলোকে এটিএম বুথ ব্যবহারে গ্রাহকদের উত্সাহিত করতে বলা হয়েছে। তবে ৫০ হাজার টাকার নিচে চেকের মাধ্যমে উত্তোলন করা যাবে না, এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। আইনগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার সুযোগও নেই।’