ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ জোড়পুকুর পাড়স্থ মীর শপিং কমপ্লেক্সের ২য় তলায় ইসলামী ব্যাংক থেকে প্রবাসী স্ত্রীর টাকা ছিনতাই করেছে মহিলা ছিনতাই চক্র। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম ২০ হাজার ব্যাংক থেকে উত্তোলনের পর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তারা প্রবাসীর স্ত্রীর সাথে অসদাচরন করে ব্যাংক থেকে বের করে দেয়।
ঘটনার বিবরণে জানা যায়, ঢালীর ঘাট এলাকায় সৌদী আরব প্রবাসী মহীউদ্দীন হাওলাদার, তার স্ত্রী নাছিমা বেগমের একাউন্টে ২০ হাজার টাকা পাঠান। ঘটনার দিন সকালে নাসিমা ছোট মেয়েকে সাথে নিয়ে ব্যাংকে এসে ২০ হাজার টাকা উত্তোলন করে। এ সময় ব্যাংকের চেয়ারে বসে টাকা গুনে একটি ৫শ’ টাকা ছেড়া নোট পাল্টানোর জন্য ক্যাশিয়ারের কাছে যায়। পাশে থাকা মহিলা ছিনতাইকারী সদস্য ব্যাংক থেকে সুকৌশলে ১৯ হাজার পাঁচশ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ক্যাশিয়ারের কাছ থেকে টাকা নিয়ে ব্যাগে রাখতে গিয়ে গিয়ে ছিনতাইর ঘটনা উপলব্ধি করে ব্যাংক কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় ব্যাংকের কর্মকর্তার খারাপ আচরণ করে দারোয়ান দিয়ে তাকে ব্যাংক থেকে বের করে দেয়। প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম টাকা হারানোর শোক সইতে না পেরে রাস্তায় এসে আহাজারি করতে থাকে। এ ব্যাপারে গৃহবধূ নাসিমা বেগম জানায়, তার স্বামী বেশ কয়েকবর যাবৎ সৌদি আরবে থাকেন। তার চারটি মেয়ের পড়াশোনা ও সংসার খরচ বাবদ প্রতিমাসে ২০ হাজার টাকা পাঠান। ইসলামী ব্যাংকে ছিনতাই হওয়ার ঘটনা ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তারা খারাপ আচরণ করে বের করে দেয়। এ ছিনতাইয়ের সাথে ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছে বলে সে যানায়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।