স্টাফ রিপোর্টার
এক হাজার বিশ পিচ ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাতে মহামায়া এলাকায় সিএনজি স্কুটারে অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের আটক করে। আটককৃতরা হলো হাজীগঞ্জের টোরাগড় এলাকার রুনু বেগম (৩০), স্বামী লিটন (৩৫) ও ননদ রাজিয়া (৪০)। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার এএসআই আহসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা জানান, ইয়াবাগুলো তারা চাঁদপুর নিয়ে আসছিলেন। হাজীগঞ্জ থেকে এ ইয়াবাগুলো তারা কিছু টাকার বিনিময়ে নিয়ে আসে। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।