মতলব উত্তর উপজেলার মাদক ব্যবসায়ী জেসমিন আক্তার (৩১) গত ৩১ জুলাই বুধবার মতলব উত্তর থানা পুলিশ ১০পিচ ইয়াবাসহ আটক করে। মতলব উত্তর থানা পুলিশের এএসআই মোবারক হোসেন ও এএসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় কালিপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী জেসমিন আক্তারকে আটক করে।
এ ব্যাপারে মতলব উত্তর থানায় ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৯২ (২) এর ৯ (ক) ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলা নং ১। তারিখ ০১.০৮.২০১৩ইং। আসামী জেসমিন আক্তারকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।