স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ডিবি পুলিশ ২শ’ পিচ ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যবসায়ী হচ্ছেন মোঃ নুরু মিয়া বেপারী (৫৫)। জেলা ডিবি পুলিশের এসআই মামুনুর রশিদ সরকার গতকাল ওয়্যারলেস বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় নুরু মিয়া বেপারীর গায়ে থাকা ফুল হাতা শার্টের নিচে বাম হাতের বাহুতে সাদা কাপড় ও কালো টেপ দিয়ে একটি ছোট পলি ব্যাগে ইয়াবাগুলো ছিলো। আটক নুরু মিয়া জানান, ইয়াবাগুলো তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে চাঁদপুরে বিক্রি করার জন্য নিয়ে আসেন। গতকালই তাকে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।