চাঁদপুর শহরে ছিনতাইকালে নারী ও শিশুসহ ৩ ছিনতাইকারি জনতার হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের হকার্স মার্কেট ও পাল বাজার এলাকায় ছিনতাইকালে এ ২ ুদে ও এক যুবতি ছিনতাইকারিকে আটক করেছে সাধারণ জনতা। আটকের পর তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের কবলে পড়া ও প্রত্যদর্শি সূত্রে জানা যায়, ঈদ উপল্েয কেনাকাটা করতে আসা পুরান বাজার রঘুনাথপুর এলাকার শিউলি তার শিশু বাচ্চা ও মাকে নিয়ে শহরের হকার্স মার্কেটে আসে। ঐ সময় পুরাণ বাজারের চিহ্নিত যুবতি ছিনতাইকারি আছমা ও তার সংঘবদ্ধ চক্রদের সাথে নিয়ে হকার্স মাকেটে প্রবেশ করে। তারা শিউলিকে টার্গেট করে তার আশে পাশে ঘুরতে থাকে। এক পর্যায়ে শিউলির সাথে থাকা ভেনিটি ব্যাগের চেইন খুলে মোবাইল ও টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাবার চেস্টা করে। ঘটনাটি টের পেয়ে হকার্স মার্কেটের দোকাদার শিউলি বেগমকে বললে দেখে তার বেগের চেইন খোলা। এ সময় তার চিৎকারে আশ পাশের দোকানিরা দৌড়ে গিয়ে ছিনতাইকারি আয়শাকে ধরে ফেলে। ততনে আয়শা তার সহযোগি পুরাণবাজারের আরেক চিহ্নিত যুবতি ছিনতাইকারি আবুুর মেয়ে সুমির কাছে হস্তান্তর করে ফেলে। ছিনতাইকারি সুমি মোবাইল ও টাকা নিয়ে উধাও হয়ে যায়।
খবর পেয়ে মডেল থানার উপপরিদর্শক রাজিব সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আছমাকে আটক করে থানায় নিয়ে আসে। তার স্বিকারোক্তি অনুযায়ী তার সহযোগি ছিনতাইকারি সুমিকে ধরতে পুলিশ পুরান বাজারে অভিযান চালিয়েও আটক করতে ব্যার্থ হয়। এদিকে আরেক ছিনতাইয়ের ঘটনায় পাল বাজার সিএনজি ষ্ট্যান্ডের সামনে থেকে মহিলা যাত্রির ভেনিটি ব্যাগ কেটে টাকা ছিনতাই করার সময় ২ ুদে চোর রিফোজি ক্যাম্পের আবুল কালামের ছেলে আল আমিন (১২) ও পুরান বাজার লোহার পুল এলাকার দুলাল হাওলাদারের ছেলে হোসেন হাওলাদার (১১) কে হাতে নাতে স্থানিয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
আসন্ন ঈদকে সামনে রেখে চাঁদপুর শহরের বিপনি বিতান , মার্কেট, ট্রেন ষ্টেসন ও লঞ্চঘাট এলাকায় ছিনতাইকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। আর এভাবেই একের পর এক ছিনতাইকারি চক্ররা ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে যুবতি ও ুদে শিশুদের দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের ছিনতাই কার্যক্রম। মাঝেমধ্যে দু একজন ছিনতাইকারী ধরা পড়লেও এসব ছিনতাইকারী চক্রের মূল হোতারা থেকে যায় ধরা ছোয়ার বাইরে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।