শাহরিয়র খাঁন কৌশিক ॥
চাঁদপুর পুলিশ সুপার শামছুনাহার নির্দেশ্যে মটরযান অভিযান অভ্যাহত রয়েছে। প্রতিদিন দিনে ও রাতে অভিযান চালিয়ে প্রায় শতাধীক মটর সাইকেল আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় এই অভিযান করেন পরিচলিত হয়েছে।
মটর সাইকেলে ৩ জন চলাচল, ডাইভিং লাইসেন্সসহ নানা অনিয়মের কারনে এ অভিযান পরিচালিত হয় বলে জানায় অভিযানে থাকা পুলিশ কর্মকর্তারা।
চাঁদপুর মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) অনুপ চক্রবর্তী জানায়, পুলিশ সুপার শামছুনাহার নিজে দাঁড়িয়ে থেকে অভিযান পরিচালনা করেন। আটককৃত মটর সাইকেল গুলোর নিদিষ্ট কাগজপত্র যারা দেখাচ্ছেন। সেইগুলো যাচাই বাচাই করে ছেড়ে দেওয়া হচ্ছে। আর অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়।
পুলিশ আরো জানায়, আসন্ন ঈদকে সানে রেখে নাশকতা রোধে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে। শহরের চরি ছিনতাই যাতে না হয় সে জন্য পুলিশ সজাগ রয়েছে। বিশেষ করে ছিনতাইকারিরা মোটরসাইকেল নিয়ে চিলতাই করে। তাই মোটরসাইকেলের উপর পুলিশ অভিযান করে ব্যাবস্থা নিচ্ছে।
ঈদ পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় নাশকতা রোধে বিশেষ অভিযান চালিয়ে অপরাধিদের ধরে আইনানুগ ব্যাবস্থা নিবে বলে জানায় পুলিশ।