প্রতিনিধি=
চাঁদপুর শহরের বেপরোয়াভাবে নামে-বেনামে মোটর সাইকেল ব্যবহারের মাধ্যমে অবৈধ কার্যকলাপ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি কুচক্রী মহল। এই কুচক্রীকারীদের কারনে বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে প্রকৃত সংবাদকর্মী ও সাধারণ জনগণ। লক্ষ্য করলে দেখা যায় যে, মোটর সাইকেলে প্রেস বা সংবাদপত্র লিখা সহ বিভিন্ন মানবাধিকার ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে থাকে। এতে করে মাঠ পর্যায়ের সংবাদকর্মী ও মানবাধিকার সংবাদ কর্মীরা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োযিতরা বিপাকে পড়ছে। এদিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মোটর সাইকেল চোর চক্ররা সক্রিয় হয়ে উঠছে।
মাঠ পর্যায়ের কয়েকজন সংবাদকর্মীর সাথে আলাপকালে জানায়, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন সংবাদপত্রের কার্ড দিচ্ছে। এ কার্ড ব্যবহার করে কিছু মাদক ব্যবসায়ী ও দালাল চক্ররা নিজেদের স্বার্থ হাসিল করছে। কিন্তু এ কার্ড ব্যবহারে সাধারণ মানুষের ক্ষতি করছে তা কর্তৃপক্ষ জানেন না কি? মাদক ক্রয়-বিক্রয়, বিভিন্ন সরকারি অফিসে দালালি, মামলা-হামলা, কোর্ট-কাচারি, মোটর সাইকেল ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এ দুষ্কৃতিকারীরা। শহরের এমন কিছু মোটর সাইকেল চলাচলের সময় দেখা যায় যে, যাদেরকে কোন সময় দেখেছি বলে মনে হয় না। তাদের মোটর সাইকেলে প্রেস বা সংবাদপত্র লিখা আছে। এ সকল অবৈধ মোটর সাইকেল ব্যবহারকারীদের কারনে প্রকৃত সংবাদকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা শহর গ্রাম অঞ্চলেও প্রেস বা সংবাদপত্র ব্যবহার করে দিগবিদিক ছুটে বেড়াচ্ছে। শহর ও যানবাহন পরিদর্শক আব্দুর রহমান খান এ বিষয়ে জানান, সরকার মে মাস পর্যন্ত রাজস্ব মৌওকুফ করায় তখন কিছু যানবাহন চলাচল করেছিল। অনটেস্ট গাড়ি তখন প্রায় এক হাজার নিবন্ধন হয়েছে। প্রেস বা সংবাদপত্র লিখা গাড়িগুলো সম্পর্কে আমি অবহিত হলাম। সঠিকভাবে যাচাই-বাচাইয়ের মাধ্যমে কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে এদেরকে আইনের আওতায় আনা হবে। আর অবৈধ যে সকল গাড়িগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়মিত মামলা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠ তদারকের মাধ্যমে নামে-বেনামে ব্যবহৃত যানবাহনগুলোকে চিহ্নিতের মাধ্যমে আইনের আওতায় আনতে দাবী জানিয়েছেন প্রকৃত সংবাদকর্মী ও সচেতন মহল।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।