স্টাফ রিপোটার ॥
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে তার নিশ্চয়তা দিতে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। জননিরাপত্তা বিধানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সর্বদা তৎপর থাকবে । চাঁদপুর বাংলাদেশের তৃতীয় বৃহৎ নৌ-বন্দর। চাঁদপুর জেলার সাথে পাশ্ববর্তি প্রায় ৮/১০ জেলার লঞ্চ চলাচল রয়েছে। এই লঞ্চঘাটে যাত্রীদের আনাগোনা বেশী থাকবে। তাই নৌ-লঞ্চ টার্মিনালের যাত্রীদের সেবা নিশ্চিত করণে প্রশাসনের তৎপর থাকতে হবে তিনি আরো বলেন, শহরের কোথাও উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো যাবেনা। ঈদের আগেও পরে যানজট নিরসনে সকলের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ড্রেমু ট্রেনের ছাদে যাত্রী যেনো না উঠতে পারে সে দিকে রেল পুলিশের নজর রাখতে হবে। আমাদের গৃহিত সিদ্ধান্ত সমুহগুলো যথাযথবাবে পলনের জন্য স্ব-স্ব দপ্তরগুলো সঠিক ভাবে দায়িত্ব পালন করবে বলে আসা রাখি।
সভার শুরুতেই বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাবনা জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. প্রদিপ কুমার দত্ত, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, জেলা মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, নির্বাহী ম্যাজিষ্টেট সঞ্চয় কুমার মহন্ত, বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান প্রমুখ। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকতারা উপস্থিত ছিলেন।