চাঁদপুর : পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমণি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের যে নিপীড়ন নির্যাতন, দুর্নীতি-দুঃশাসন আর জঙ্গিবাদ চলেছে তা আবারো মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে। নির্বাচন এলে মানুষ ঠিক করে কোন দিকে ভোট দেবে। তাই আমাদের দলের নেতা-কর্মীদের নতুন করে উজ্জীবিত হয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। এই জন্য ঈদের পর সাংগঠনিক শক্তি নিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিগত চারদলীয় জোট সরকারের আমলে দেশে কী অরাজক পরিস্থিতি ছিলো, দেশে কিভাবে নির্যাতন, দূর্নীতি, দুঃশাসন, জঙ্গীবাদ সন্ত্রাস চলেছে সে অবস্থার কথা দেশের মানুষকে আবারও মনে করিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপ মনি।
শুক্রবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাড়সকের মহামায়া বাজার এলাকায় পুন:নির্মিত একটি ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, “যখন একটি নির্বাচন আসে, তখন মানুষ ঠিক করেন তারা কোন দিকে ভোট দেবেন। তারা যেন শুনে বুঝে অতীতের কথা চিন্তা করে, ভবিষ্যতে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন।”
মন্ত্রী বলেন, “সে জন্যে আমাদের নেতাকর্মীদের আবার নতুন করে বাড়ি-বাড়ি গিয়ে মানুষদের অতীতের কথা স্বরণ করিয়ে দিতে হবে। এবং বর্তমান সরকারের যে সাফল্য সেকথাও মানুষের কাছে নিয়ে পৌঁছে দিতে হবে।”
মন্ত্রী বলেন, “জনগণ যেন আমাদের আবারো সুযোগ দেয় যেন দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখেতে পারি। সেটির জন্যে সংগঠন হিসেবে রমজান তথা ঈদের পর আরো নতুন উদ্যমে নেতাকর্মীরা মাঠে নামবো।”
এর আগে মন্ত্রী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নবনির্মিত একটি সেতু উদ্বোধন ও নারীকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।