মুসলমানদের বছরে বড় দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সবাই চায় আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। চাঁদপুরের মানুষ যারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় থাকেন, ঈদ এলেই তারা কর্মস্থল ছেড়ে নাড়ির টানে ছুটে নিজ গ্রামে। শহর ছেড়ে গ্রাম মূখি এসব মানুষের যখন ঢল নামে তখন দেখা দেয় নানামুখী দুর্ভোগ। ট্রেন,বাস ও লঞ্চে টিকিট না পাওয়ায় অনেকেরই সপ্ন ভঙ্গ হয়। আবার যাদের ভাগ্যে এই সোনার হরিণ নামক টিকিট মেলে, তাদের গুনতে হয় অতিরিক্ত অর্থ। অধিক অর্থের বিনিময়ে বাড়ি ফেরার টিকিট পেলেও সময়মত গাড়ি না আসায় এবং জানযটে পড়ে অনেকেরই ঈদ কেটে যায় পথে।
এক পরিসংখানে দেখা যায় প্রতি বছরই ২৫ রমজান থেকে ঈদের পর দশ দিন পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হয়ে থাকে। যাত্রীরা অসহায়ের মতো বাধ্য হয়ে টাকা দিয়ে যায়। আর রেলপথে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ট্রেনের আগাম টিকিট হাতিয়ে নিয়ে যায় চিহ্নিত কালোবাজারিরা। সারা দেশে যানজট ও সড়কের বেহাল দশা। যার কারণে যাত্রীরা নৌপথের উপর বেশী নির্ভরশীল। আবহাওয়া বিদদের মতে এবারের ঈদে বৈরী আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও রয়েছে ছিনতাইকারী,পকেটমার, মলম পাটির খপ্পর। ঈদকে কেন্দ্র করে যাদের দৌরাত্ম বেড়ে যায়। এতসব প্রতিকুলতা সত্তেও লঞ্চ যাত্রীরাও অতিরিক্ত ভাড়া গুনে বাড়ি ফিরছে।
ঈদে ঘরমূখি এসব যাত্রীদের স্বার্থ যাতে উপেক্ষিত না হয় সে ব্যাপারে প্রশাসনের রয়েছে নানা প্রস্তুতি। বৃহস্পতিবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন ও পুলিশ সুপার মোঃ আমির জাফর চাঁদপুরের প্রশাসনের প্রস্তুতি তুলে ধরেন। চাঁদপুর লঞ্চ টার্মিনালে পুলিশ প্রশাসন, কোষ্টগার্ড, ক্যাব, বিআইডব্লিউটি, ফায়ার সর্ভিস এবং স্কাউটের সদস্যদের সমন্বয়ে একটি টিম যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও বাস টার্মিনাল, রেল স্টিশন ও জনসমাগমস্থলে পুলিশের বিশেষ টহল ব্যবস্থা থাকবে। এবারের ঈদে লঞ্চ গুলোতে যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে সেদিকে বিআইডব্লিউটি কর্তৃপক্ষের বিশেষ নজর থাকবে। ঈদে পাড়া মহল্লায় বিশিৃঙ্খলতা এড়াতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাউন্ডবক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তার পরেও ঘরমুখো মানুষের মনে বিরাজ করছে অজানা আতঙ্ক।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।