শরীফুল ইসলাম॥
ঈদের আর মাত্র বাকি ৩ থেকে ৪ দিন। এর মধ্যেই ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুরে আসতে শুরু করে দিয়েছে যাত্রিরা। বছর ঘুরে ঈদ আসে মাত্র দুবার, আর ঈদ উৎযাপন করতে নারীর টানে বাড়ি ফিরা অনেকের মধ্যেই চ্যালেঞ্জ হিসেবে পরিণত হয়। কারন ঈদে ঘরমুখো মানুষ ছুটি পাওয়ার সাথে সাথে আপ্রান চেষ্টা চালায় যার যার গন্ত্যব্যে পৌছার জন্য। কেউ ছুটে চলে বাসে কিংবা ট্ট্রেনে, কিন্তু যাত্রি হয়রানির কারনে চাঁদপুরের অনেক যাত্রিই লঞ্চযোগে বাড়ি ফিরার চেষ্টা চালায়। ঠিক তেমনী দৃশ্য দেখা গেল চাঁদপুর বিকল্প লঞ্চঘাটে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপরি পর্যন্ত মাদ্রাসা রোড লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা প্রত্যেকটি লঞ্চে যাত্রিদের ছিল উপচে পরা ভীড়। যার ফলে অধিকাংশ যাত্রিকে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে চলাচল করতে হয়। চাঁদপুরে লঞ্চ থামার সাথে সাথে ঝুঁকি নিয়ে যাত্রিরা লঞ্চ থেকে নামছে,যার ফলে দূর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত লঞ্চঘাটে ঘুরে দেখা গেল নানা সিন্ডিকেট দল লঞ্চঘাটে ঘুরাফেরা করছে। যার কারনে লঞ্চের অসহায় যাত্রিদের বিপাকে পড়তে হয় প্রতিনিয়ত। চাঁদপুর লঞ্চঘাটে এক যাত্রির সাথে কথা বলে যানা যায়, লঞ্চঘাটে লেবার হেনডিং ইজাদর নামে কিছু লোক যাত্রিদের কাছে সামান্য পরিমান মালামালের জন্য বাড়তি টাকা লুটে সিচ্ছে ইজারাদাররা। লঞ্চঘাটে ঘুড়েদেখা গেল যে যাত্রিদের কাছে মালামাল বেশি তাদের কাছ থেকে টাকা আদায় করছে। অপরদিকে লঞ্চঘাটের সামনের অংশটুকু দেখলে মনে হয় যায়গাটি সিএনজি বা অটেবাইকদের দোখলে । লঞ্চের যাত্রিরা সামনে আসলেই গাড়ির চারকরা যাত্রিদের নিয়ে টানা হেচড়া শুরু করে দেয় এবং তাদের কাছ থেকে বাড়তি ভাড়া লুটে নেয়। এতে করে প্রতিনিয়ত লঞ্চ যাত্রিদের দূর্ভোগ বেড়েই চলছে। অন্যদিকে মাদ্রাসা রোডের লঞ্চ ঘাটে যাত্রীদের নিরাপত্তার জন্য তেমন কোনো যাত্রী নিরাপত্তার বাহিনীর দেখা মিলেনি লঞ্চ ঘাট এলাকার দোকানীদের সাথে কথা বলে জানা যায় প্রায়ই সময় ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। রাতে অনেক যাত্রীকেই জীবনের ঝুকি নিয়ে ফিরতে হয় তার নিজ গন্তব্যে আসন্ন ঈদকে সামনে রেখে মাদ্রাসা রোড লঞ্চ ঘাটকে যাত্রী হয়রানি মুক্ত ও জীবন নিরাপত্তার জন্য জোরদার না করলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই ঈদকে সামনে রেখে লঞ্চঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।