স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)-এর অনুষ্ঠানের প্রচারের জন্যে করা ফ্যাস্টুন মসজিদ গেটের সামনে লাগানো হলেও একদিন পর সেটি আর সেখানে দেখা যায় নি। পবিত্রতম একটি অনুষ্ঠানের ফ্যাস্টুন সরিয়ে উধাও করে ফেলায় আয়োজকসহ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন পরিষদ চাঁদপুর-এর উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের প্রচারে চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় ফ্যাস্টুন লাগানো হয়। তেমনি শহরের বেগম জামে মসজিদের গেটের সামনে বিদ্যুতের পিলারের সাথেও একটি ফ্যাস্টুন লাগানো হয়। শহরের সকল ফ্যাস্টুন অক্ষত অবস্থায় থাকলেও বেগম মসজিদের সামনে লাগানো ফ্যাস্টুনটি পরদিন থেকে আর দেখা যায় নি। আশেপাশে কোথাও সেটি পাওয়া যায় নি। এটি ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের নজরে আসলে তারা বিষয়টি মসজিদ কমিটির নেতৃবৃন্দকে জানান। নেতৃবৃন্দ বলেন, ঘটনাটি উদ্দেশ্যমূলক। শহরের সব জায়গায় ফ্যাস্টুন ঠিক আছে, অথচ বেগম মসজিদের সামনের ফ্যাস্টুন উধাও হয়ে গেলো। ‘এ মসজিদের বর্তমান খতিব মাহবুবুর রহমান। ঈদে মিলাদুন্নবী বিরোধী মতবাদের। তাই তিনি এ কাজটি করিয়েছেন’ বলে নেতৃবৃন্দ মনে করেন। নেতৃবৃন্দ এ ধরনের কাপুরুষোচিত কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।