সৌদি আরবের আকাশে শনিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৪ অক্টোবর আরাফাহ ও ১৫ অক্টোবর ঈদ-উল আযহা উদযাপিত হবে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
তাই পরের দিন ১৬ অক্টোবর বুধবার বাংলাদেশে ঈদ-উল আযহা উদযাপিত হবে।
সৌদি আরবের রাজকীয় আদালতের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
রাজকীয় আদালতের তথ্যমতে, শনিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ অক্টোবর ঈদ-উল আযহা বা কোরবানির ঈদ পালন করবেন মুসলমানরা।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা এদিন মক্কায় ঈদ উদযাপনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। হাজিরা আগের দিন অর্থাৎ ১৪ অক্টোবর আরাফাতের ময়দানে অবস্থান করবেন।