শরীফুল ইসলাম ঃ
আসন্ন ঈদুল আজহাকে ঘিরে চাঁদপুর শহরসহ অন্য উপজেলা গুলোতেও ঈদ বাজার ও পশুর হাটকে টার্ঘেট রেখে ছিনতাই কারীরা পুরোদমে সক্রিয় হয়ে উঠেছে। তাদের টার্গেট গুলোর মধ্যে রয়েছে পশুর হাট, ঈদ মার্কেট, রেল স্টেশন, বাস-লঞ্চ টার্মিনালসহ ক্রমেই জমে উঠা বাজারকে ঘিরে ছিনতাইকারী সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে থেকে বা একত্র ভাবে টার্গেট নিয়ে মাঠে নেমে পড়েছে। তার সাথে চাঁদপুরে ঈদ বাজার ও পশুর হাটে বাড়তি নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। প্রায়ই দেখো যায়, ছিনতাই কারীরা গ্রাম থেকে আসা ঈদ মার্কেট বা পশু বিক্রি করতে আসা লোকদের টার্গেট নিয়ে কুপিয়ে অথবা চেতনানাশক ঔষধ খাইয়ে অঙ্গান করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে চলে যায়। তবুও হাতের নাগালের বাইরেই থেকে যাচ্ছে এসব পেশাদার ছিনতাইকারীরা। আর তার মধ্যে খুব কম সংখ্যক অপরাধীকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। ছিনতাই কারীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেটওয়ার্ক এর মাধ্যমে ঈদুল আজহাকে ঘিরে অর্থ আয়ের টার্গেট নিয়েছে শহর জুড়ে। আর পুরুষ সদস্যের পাশাপাশি উল্লেখযোগ্য নারী সদস্যরাও রয়েছে। গত বছর মতলব থেকে এক মহিলা চাঁদপুরে ঈদ মার্কেট করতে আসলে ছিনতাই কারীরা রাতে সিএনজি থামিয়ে মহিলার কাছ থেকে স্বর্ণলংকার, টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। অন্য দিকে ঐ বছর ঈদের দুদিন আগে বাগাদী চোরাস্তা পশুর হাট থেকে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে কাছ তার কাচ থেকে পশু বিক্রির টাকা নিয়ে যায়। শহরবাসী পুলিশের সহযোগীতা কামনা করছেন তাই এবছর পশুর হাট ও ঈদ মার্কেটে পুলিশি কড়া নজরদারী করলে অনেকটাই কমে যাবে ছিনতাই।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।