কচুয়া প্রতিনিধি :কচুয়া জামেয়া ইসলামীয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার পরিচালক মাওঃ মোবারক করিম পীর সাহেব আর বেঁচে নেই (ইন্না……রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বার্ধক্য জনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৮ বছর। মরহুমের একাধিক ভক্ত সূত্রে জানা গেছে, মাওঃ মোবারক করিম দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর অবস্থার অবনতি দেখে বাড়ি নিয়ে আসলে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৭ মেয়েসহ বহু গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক জামেয়া ইসলামীয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসা মাঠে জানাজা শেষে লাখো ভক্তের চোখের জল, শেষ শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় মাদ্রাসার পাশে কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ মুরিদান, ভক্তসহ লাখো মানুষ অংশ গ্রহণ করে। মরহুম পীর সাহেবের জানাজা নামাজ পড়ান তাঁর পুত্র মাওঃ আশেক এলাহী। জানাজা শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।