স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলা ৮নং বাগাদী ইউনিয়নের উত্তর নানুপুর যুব সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উত্তর নানুপুর বায়তুল আমিন জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর সাধারণ সম্পাদক ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু মিয়া এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন মাদরাসাতুল ইশআতুল উলুম ইসলামপুর গাছতলা মাদরাসা শিক্ষক মাও. হারুনুর রশিদ। এ সময় চৌরাস্তা জামে মসজিদে এর খতিব মাও. আবু বকর সিদ্দিক, আরমান, মাসুদ, সালু কবিরাজ, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বাবু আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।