স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গতকাল ১৭মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচী শুভ উদ্বোধন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম পাটওয়ারী, সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক দিপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহম্মেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।