স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া এবং বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা মো: রফিকুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, তোমাদের আগামী ২ অক্টোবর থেকে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে। পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে হবে। সরকার শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তোমাদের এই বিদ্যালয়ে যে ভবনটি হচ্ছে তা তখনই সার্থক হবে। যখন তোমরা ভালো রেজাল্ট করবে। এ বিদ্যালয়ের শিক্ষকরা খুবই মেধাবী। শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও খেলাধূলা করতে হবে। কারন খেলাধূলা ও সংস্কৃতিচর্চা পড়াশুনা অংশ। তোমাদের পড়ালেখার পাশাপাশি মানবিকবোধের শিক্ষা গ্রহন করতে হবে। তোমাদের মাঝে মানবিকতাকে জাগ্রত করতে হবে। সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে। খেলাধূলা ও শারীরিক ব্যায়াম শরীরকে সুস্থ রাখে। যারা আজকে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন, আর যারা বিজয়ী হতে পারনি তাদের আগামীর জন্য প্রস্ততি নিতে হবে। সর্বোপরি পড়ালেখা করে ভালো মানুষ হতে হবে।
তিনি বলেন, নবাগত প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসকে ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি । আমি আশা করবো নতুন প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়টিতে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা করবে এবং এগিয়ে নিয়ে যাবে ।
তিনি আরও বলেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা: দীপু মনির সহযোগিতায় আমরা এ ভবনটি পেয়েছি। শিক্ষার অবকাঠামো নির্মানে সরকার কাজ করে যাচ্ছে। সরকারে চায় শিক্ষার্থীরা যাতে মান সম্পন্ন শিক্ষা অর্জন করতে পারে। সে অনুসারেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। এজন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন, শাহতলী আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, দক্ষিন পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক দীপাঙ্কর দে, সহকারি শিক্ষক নেছার আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা মিজানুর রহমান, অভিভাবক সদস্য মো: শাহাজান খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: সফিক কারী, অভিভাবক মো: শহীদুর মুন্সি।
অনুষ্ঠানে জেএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন তালুকদার । তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন।
