স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২০সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, শিক্ষা উপকরণ বিতরণ ,মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারী (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাওলানা মো: রফিকুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানের ফলাফল অনেক ভালো। শিক্ষকরা খুবই আন্তরিক। নারী শিক্ষায় এ প্রতিষ্ঠান ব্যাপক ভূমিকা রাখছে। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। এ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে। ফলাফল হচ্ছে যেকোন প্রতিষ্ঠানের প্রান।
তিনি বলেন, তোমরা ভালো রেজাল্ট করে পাশে জিলানী চিশতী কলেজ অবস্থিত সবাই সেখানে ভর্তি হবে। সরকার শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। তোমাদের এই বিদ্যালয়ে যে ভবনটি হচ্ছে তা তখনই সার্থক হবে। যখন তোমরা ভালো রেজাল্ট করবে। শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা: দীপু মনির বদৌলতে আমাদের বহুল কাঙ্খিত এ চারতলা ভবনটি পেয়েছি। তিনি এ অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মান করে অবকাঠামোগত সমস্যা দূর করেছেন। এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে দীপু আপার নেক নজর পড়েনি। এখানের স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সকলে সহযোগিতা করেছে । সরকারে চায় শিক্ষার্থীরা যাতে মান সম্পন্ন শিক্ষা অর্জন করতে পারে। সে অনুসারেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। এজন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজা বেগম, ৪নং আওয়ামীলীগের সহসভাপতি অভিভাবক মো: শহিদুর রহমান মুন্সি।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহতলী আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক দীপাঙ্কর দে, সহকারি শিক্ষক নেছার আহমেদ, শাহতলী বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মুন্সি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: শাহাজান খান, মহিলা অভিভাবক সদস্য কুলছুমা বেগম, অভিভাবক হাওয়া বেগম, অভিভাবক আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশারফ হোসেন তালুকদার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।