স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আজকের এই দিনটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ন দিন। তোমরা বিগত ৫বৎসর এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছ। সামনে তোমাদের সমাপনী পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করে তোমরা মাধ্যমিক স্তরে উঠবে। তাই তোমাদের সমাপনী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। বিগত পরীক্ষাতে এ বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত ভালো । ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তোমাদের সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে পড়া-লেখার মূল ভিত্তি। ভবিষৎতে শিক্ষার্থীরা কি হবে, তা নির্ধারন হয় প্রাথমিক স্তরে। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের মাঝে মমত্ববোধ জাগ্রত করতে হবে। পুথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিকতাও শিখাতে হবে। এ স্তর থেকেই একজন শিক্ষার্থীকে ভালোভাবে গড়ে তোলতে হবে। আমরা চাই একটি ভালো রেজাল্ট। সরকার প্রাথমিক শিক্ষাকে সব্বোর্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিকে শতভাগ উপবৃত্তি প্রদান করছে। যাতে কোন শিক্ষার্থী ঝড়ে না পড়ে। তাই সরকারের পাশাপাশি আমাদের সকলকে শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে। সর্বোপরি আমরা চাই তোমরা ভালো রেজাল্ট করে এ বিদ্যালয়ের মান বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, অভিভাবক ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, অভিভাবক সদস্য মো: আবুল কাশেম কারী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ফাহিমা জাহান, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।