মাটির গানে নাড়ির টানে” স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করল নতুন অনলাইন ভিত্তিক রেডিও টুনটুনি ডট কম ( www.radiotuntuni.com ) . ২ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে রেডিওটি তাদের কার্যক্রম শুরু করেন। সারাবিশ্বে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, খেলা ও বিনোদনের সর্বশেষ সংবাদ জানা যাবে।
২ জানুয়ারী সন্ধায় টাঙ্গাইলের এলেঙ্গা প্রেসকাবে রেডিও টুনটুনি ডট কম এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্লোবাল গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল আলীম। আরও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক যুগধারার প্রধান সম্পাদক রশিদ আহাম্মদ আব্বাসী, সাপ্তাহিক যুগধারার ভারপ্রাপ্ত সম্পাদক হাবিবুর রহমান সরকার, ভোরের বার্তা’র বার্তা সম্পাদক ও যোগাযোগ প্রতিদিনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তা’র জেলা প্রতিনিধি মৃদুল চৌধুরী, দৈনিক প্রগতিরআলো’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
বক্তারা বলেন, রেডিও টুনটুনি ডট কম তরুন প্রজন্ম এবং বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
রেডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর আর জে টুইটলী বলেন, রেডিও টুনটুনি ডট কম শুধু একটি অনলাইন রেডিও হিসেবে নয়, বরং দেশের প্রতিভাবান তরুণদের জন্য একটি চমৎকার প্লাটফর্ম হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে যাচ্ছে। সুতরাং, রেডিও টুনটুনি ডট কম তরুণ প্রজন্মের জন্য নতুন দুয়ার উন্মোচন করতে যাচ্ছে।
রেডিও টুনটুনি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হলেন মোঃ আল-আমিন খান (চেয়ারম্যান), আরজে টুইটলী (প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর), আরজে মোহাম্মদ ফজলুল হক (মিডিয়া এন্ড পিআর), আরজে শুভ সাহা (প্রধান আরজে), আরজে উপমা (হেডঅব মার্কেটিং), আরজে রিমন (সাউন্ড ইঞ্জিনিয়ার)।