স্টাফ রিপোর্টার: – বর্তমান সরকার দেশ ও জাতির কল্যাণে সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। সকল উন্নয়নে আপনাদের সহযোগিতা বর্তমান সরকারকে এগিয়ে নেয়ার এক নতুন দিগন্ত তৈরী করেছে। তাই উন্নয়নের পুরোধা সম্পন্ন করতে আপনাদের ভূমিকা অপরিসীম। কথাগুলো বলেছেন- চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদে ১নং প্যানেল স্পীকার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়নের ভোলদীঘি পাটোয়ারী বাড়ি মসজিদ মাঠে গণসংযোগ মূলক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠোন বৈঠকে নারী-পুরুষসহ সর্বসাধারণের অংশ গ্রহণে যেন জনতার ঢল নেমে আসে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক স্থানীয় সংসদ সদস্যের যোগ্যতা-দক্ষতা এবং বিচক্ষণতা উঠোন বৈঠকে আলোচিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান সফি আহমেদ মিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, আইন বিষয়ক সম্পাদক এডঃ ইলিয়াছ মিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, কৃষকলীগের সভাপতি একেএম জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ও সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।