ফাহিম শাহরিন কৌশিক =
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরে আওয়ামী লীগ-বিএনপি পৃথক সংঘর্ষে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও মতলব দক্ষিণ গোরাজারিতে প্রায় ১০জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের স্লুইচ গেইট ও বহরিয়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পরাজিত হওয়ায় রাতে সংঘর্ষ বাঁধে।
এ ঘটনায় বিএনপি রগুনাথপুরের স্লুইচ গেইট শেখ বাড়ির নাসির শেখ (৪০), রগুনাথপুরের হানিফা খান (৪৫) ও শাহ জাহান গাজী (৪০)-কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতারে ভর্তি করায়। গতকাল শুক্রবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক ও বর্তমান সদর উপজেলা নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান এবং অন্যান্য নেতা-কর্মীরা আহতদের হাসপাতালে দেখতে যান।
এ দিকে মতলব দক্ষিণ উপজেলার গোরাজারি ২২নং ইউনিয়নের ভোট কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী ২শ’ ভোটে এগিয়ে থেকে এ কেন্দ্রে পাস করার খবর শুনে বিএনপি নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ মিজি (৩২), শুক্কুর বকাউল (২৫) ও কুদ্দুস মিয়া (৪০)-কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পৃথক দু’ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।