চাঁদপুর নিউজ রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদপুরের পাঁচ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আগামীকাল ২ ফেব্রুয়ারি রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। গতকাল পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির একক প্রার্থী চূড়ান্ত হয়নি এবং এ দু� দলের গুরুত্বপূর্ণ তেমন কেউ মনোনয়নপত্র এখনো জমাও দেননি। তবে আজকের মধ্যে উভয় দলেরই একক প্রার্থী নির্ধারণ হয়ে যাবে এবং আজ অনেকে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা তফসিলে দেশের ১১৭টি উপজেলার নির্বাচন হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। এর মধ্যে চাঁদপুরের পাঁচ উপজেলাও রয়েছে। চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ এ পাঁচ উপজেলায় এখন নির্বাচনী হাওয়া বইছে। বড় দু� দল নির্বাচনী যুদ্ধে অংশ নেয়ায় এ নির্বাচন হবে বেশ উৎসবমুখর ও জমজমাট। উভয় দলের সম্ভাব্য প্রার্থীরা এখন ভোটারদের কাছে যাওয়ার পাশাপাশি দলের একক প্রার্থী হওয়ার জন্যে মরিয়া হয়ে লবিং ও চেষ্টা তদবির চালাচ্ছেন। তবে গতকাল পর্যন্ত জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এ দিকে উভয় দলের প্রার্থী তালিকা দীর্ঘ হচ্ছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন মাঠে। পাঁচ উপজেলার প্রায় অর্ধশত হবে। এরা দলের একক প্রার্থী হিসেবে সমর্থন পেতে মরিয়া হয়ে ছুটছেন শীর্ষ নেতাদের কাছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তো রয়েছেনই, বিগত নির্বাচনে যারা মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তারাও দলের একক প্রার্থী হওয়ার জন্য জোর চেষ্টা তদবির চালাচ্ছেন। তবে ব্যতিক্রম মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলায়। মতলব উত্তর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এবার নির্বাচন করবেন না। একইভাবে ফরিদগঞ্জের চেয়ারম্যান হাজী মোজাম্মেলও এবার নির্বাচন করবেন না। সে জন্য বলা যাচ্ছে এবার এ দু� উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নতুন মুখ আসবে। এ দিকে উভয় দলের একাধিক প্রার্থী থাকায় দলের একক প্রার্থী চূড়ান্ত করতে নেতারা হিমশিম খাচ্ছেন।
চাঁদপুর সদরে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ছাড়াও আরো তিনজন দলের সমর্থন পেতে চেষ্টা করছেন। বিএনপির মধ্যেও বিগত নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী ছাড়াও আরো ক�জন আছেন তালিকায়। তবে ইতোমধ্যে জেলা বিএনপির বিবদমান দুটি অংশের একটি অংশ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। যে গ্রুপটির নেতৃত্বে আছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিএম ফজলুল হক। এমতাবস্থায় জেলা বিএনপি বেকায়দায় পড়েছে। তবে তারা আশাবাদী শেষ পর্যন্ত একক প্রার্থী নির্বাচনে সমঝোতায় পৌঁছতে পারবে। একই অবস্থা ভাইস চেয়ারম্যান প্রার