প্রতিনিধি
বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে যে পর্বত সমান ভুল করেছে, এবার উপজেলাসহ সকল নির্বাচনে অংশগ্রহণ করে সেই ভুলের মাশুল দিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে (বিএনপি) তাদের সেই ভুল স্বীকার করে নিয়েছে। তারা সেটি বুঝতে পেরে সেই ভুল সংশোধন করে সকল নির্বাচনেই অংশগ্রহণ করবে এমনটি আশা করেন দীপু মনি। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ যাতে ভাল থাকে সে জন্য সব ধরনের সহিংসতা পরিহার করবে বলে তিনি আশাবাদী।
দীপু মনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের হাইমচরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন রাজনৈতিক বা দলীয় পরিচয় ভিত্তিতে হয় না। এ নির্বাচনে সকল দলের তৃণমূল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আমি মনে করি, এই নির্বাচনেও একইভাবে অংশগ্রহণ করবে সবাই।
এর আগে দীপু মনি হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী প্রমুখ।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।