চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে কচুয়ায় বাতিল হওয়া প্রার্থীদের শুনানি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। শুনানি শেষে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারীর আপিল ঋণ খেলাপির কারণে খারিজ করে দেয়া হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বাতিল হওয়াদের মধ্যে দু�জন আপিল না করায় চূড়ান্তভাবে তাদের মনোনয়ন বাতিল হয়ে যায়।
আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন : আওয়ামী লীগের চেয়ারম্যান পদে কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসহাক সিকদার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার ও সদস্য হুমায়ুন কবির, বিএনপির হচ্ছেন : উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খায়রুল আবেদীন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-তাঁতী বিষয়ক সম্পাদক অ্যাডঃ মকবুল হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন : উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হেলাল উদ্দীন, সদস্য নাজমুল আলম স্বপন ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ফারুকী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ, মহিলা নেত্রী শামীমা নাসরিন ঝর্ণা, হাসিনা আক্তার মঞ্জু, হেনা আক্তার ও মহিলা দলের চাঁদপুর জেলা শাখার সহ-সভানেত্রী গাজী শাহীন।