শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শহরের পুরান বাজার মধুসুদুন হাইস্কুল মাঠে চাঁদপুুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি ও ঢাকা বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্টের লিমিটেডের জাকজমকপূর্ন আয়োজনে মেলার আনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন রাতে হাজার হাজার মানুষ মেলার মাঠে এসে ভিড় জমােেচ। মেলাচ্ছে। প্রতিদিন রেফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষনিয় পুরুস্কার দিয়ে মেলার মাঠ মুখরিত করে তুলছে। রাত ১০ টায় পরে র্যাফেল ড্র অনুষ্টিত হচ্ছে। এসময় শুধু শুনা যায় মাথা নষ্ট মাম,,, যদি লাইগা যায়। রেফেল ড্র অনুষ্টান সরাসরি টিভিতে সর্ম্পচার করা হচ্ছে। র্যাফেল ড্র অনুষ্টান দেখার জন্য মহিলা, পুরুষ, যুবক যুবতিরা টিভির প্রার্দায় সামনে বসে থাকতে দেখা যায়। র্যাফেল ড্র্রয়ে প্রতিদিন ২টি মোটরসাইকেল ২২ গ্রেটের স্বর্নের গলার সেট ও চেইন সহ অর্ধ শতাধীক পুরুস্কার দেওয়া হচ্ছে। গতকাল একটি মোটরসাইকেল পুরানবাজারে রিতা ও অপর মোটরসাইকেলটি নতুনবাজার গুনরাজদি সুমন নামে ভ্যাগ্রমান ব্যাক্তি পেয়েছে।
শহরে গ্রামে গঞ্জে পারায় মহল্লায় সিএনজি-অটোরিস্কা যোগে শিল্প ও বাণিজ্য মেলার ২০ টাকার লটারির টিকেট বিক্রি করতে দেখা যায়। এসময় মাইকে শুধু শুনা যায় মাথা নষ্ট মাম,,, যদি লাইগা যায়।
মহিলা,পুরুষ, যুবক যুবতিরা সিএনজি-অটোরিস্কার সামনে হুমরি খেয়ে টিকেট কিনার জন্য ভীড় জমায়।
মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলায় নির্মাণ শিল্পীরা দৃষ্টিনন্দন করে গড়ে তুলছে মেলার ৬৭টি স্টল। নির্মাণ করা হয়েছে সু-উচ্চ টাওয়ার, যেখানে সুশোভিত হবে লাল-নীল, হলুদ বিভিন্ন রং-বেরংয়ের বৈদ্যুতিক বাতি। যা দেখা যাবে বহু দূর থেকে। এছাড়া রয়েছে দৃষ্টিনন্দন সৌন্দর্য বর্ধিত রঙ্গিন ফোয়ারা। এমনিভাবে মেলায় চোখে পড়বে সুন্দর সুন্দর ডিজাইনের কার“কাজ করা বিভিন্ন নির্মাণ কাজ। নজরে পড়বে বেনারসী শাড়ীসহ নামী-দামী বিভিন্ন কোম্পানীর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সুলভ মূল্যের বিভিন্ন স্টল।