আমিনুল ইসলামঃ-
আগামী ২ ফেব্র“য়ারী ২০১৫ সোমবার শুরু হচ্ছে এস.এস.সি ও সমমান পরীক্ষা। এ উপলক্ষে শাহরাস্তি উপজেলার ঐতিবাহী শিক্ষা প্রতিষ্ঠান উয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক সুখরঞ্জন দাসের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী নজরুল ইসলাম। ২১০ জন পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ধর্মীয় শিক্ষক হাফেজ মাও: মোঃ ছিদ্দিকুর রহমান খাঁন, প্রতিষ্ঠাতা সদস্য একেএম জামাল হোসেন, অভিভাবক সদস্য মাওঃ মোঃ ইব্রাহিম খলিল, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাবিবুর রহমান, এ সময় টামটা উত্তর দক্ষিন ইউনিয়নের সর্ব দলীয় নেতৃবৃন্দ। বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।