কিস্তির টাকার জন্য এনজিও কর্মীদের অব্যাহত চাপ ও টাকা জোগাড় করতে না পারার কারণে হতাশ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন দুসন্তানের পিতা হুমায়ূন মোল্লা (৩৫)। গত ৬ জুন মধ্য রাতে মতলব পৌরসভার মধ্য দিঘলদী এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গতকাল ৭ জুন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্য দিঘলদী এলাকার জাফরিয়া মাদ্রাসা সংলগ্ন মোল্লা বাড়ির খালেক মোল্লার ছেলে হুমায়ূন মোল্লা পেশায় কাঠের নকশাকারক। সংসার জীবনে স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। সহায় সম্বল বলতে বসতভিটা ছাড়া কিছুই নেই। কাজের কারণে তিনি ঢাকায় থাকতেন। অভাবের সংসারে জীবনের প্রয়োজনে ব্যুরো বাংলাদেশ, আশা, ব্র্যাক, বার্ড ও সাজেদা ফাউন্ডেশন নামক বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ করেন তার স্ত্রী মিনারা বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হুমায়ূন। তাই সকল ঋণের কিস্তির টাকা সময় মত জোগাড় ও সংসারের খরচ চালানো তার পক্ষে অনেক কঠিন হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার এক সপ্তাহ আগে হুমায়ূন প্রচ- জ্বর নিয়ে বাড়িতে আসেন। এদিকে এনজিও কর্মীর লোকেরা বাড়িতে এসে ঋণের কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করেতে থাকে। হুমায়ূনের স্ত্রী মিনারা বেগম বলেন, বিভিন্ন সমিতি থেকে ওঠানো ঋণের সাপ্তাহিক ও মাসিক কিস্তির টাকার জন্য সমিতির লোকজন গত কয়েক দিন যাবৎ বাড়িতে এসে খারাপ ভাষায় গালমন্দ করে। ঘটনার রাতে (মঙ্গলবার) আমি ঘুমিয়ে পড়লেও আমার স্বামী অনেক রাত পর্যন্ত টিভি দেখেন। রাত আনুমানিক দেড়টার সময় ঘুম থেকে জেগে বিছানায় তাকে দেখতে না পেয়ে ঘরের বাইরে যাই। তাকে খুঁজতে গিয়ে হঠাৎই ঘরের পিছনে গাছের ডালে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেই। ওই সময় বাড়ির ও আশেপাশের লোকজন দৌড়ে এসে দেখতে পায়, আমার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হাই বকাউল জানান, তার জানা মতে সে (হুমায়ূন) বিভিন্ন সমিতির কাছে ঋণের বোঝায় জর্জরিত। সাপ্তাহিক কিস্তির জন্য প্রায়ই সমিতির লোকদের সাথে ঝগড়া বিবাদ হতো। আজ (৭ জুন) পূর্বের বকেয়াসহ সাজেদা ফাউন্ডেশনের প্রায় ৯ হাজার টাকার কিস্তি দেয়ার কথা ছিলো। মতলব দক্ষিণ থানার এসআই রফিক জানান যে, পরিবারের সদস্যদের অভিযোগ, এনজিওদের কিস্তির টাকার চাপেই সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।