মিজানুর রহমান রানা
‘এইচআইভি/এইডস প্রতিরোধে প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেছেন, নতুন কোনো কালচার আমাদের সমাজে প্রবেশ করতে চাইলে মানুষ তা প্রাথমিকভাবে একসেপ্ট করতে চায় না। কিন্তু আজ দিন বদলে গেছে। ৪২ বছরের শিা ব্যবস্থায় দেশ বহুদূর এগিয়ে গেছে। আমাদের কিন্তু পিছিয়ে থাকলে চলবে না। এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা এ সমাজেরই অংশ। তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য ও হয়রানি কোনোভাবেই আমরা কামনা করছি না। তিনি আরো বলেন, সামাজিক ঘৃণা বা বৈষম্য কোনো মানুষের উত্তরাধিকারের েেত্র বাধা হতে পারে না। এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা পারিবারিক ও সামাজিকভাবে ঘৃণা ও হয়রানির শিকার যাতে না হয় সেেেত্র আমাদের সচেতন হতে হবে। আমরা যেনো তাদেরকে কোনোভাবেই বঞ্চিত না করি। এেেত্র আমরা তাদেরকে সর্বস্তরের প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর সহায়তা এইচআইভি আক্রান্ত ব্যক্তি, তাদের সাহায্যকারী প্রতিষ্ঠান ও কর্মীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেবো। তিনি বলেন, এইচআইভি/এইডস প্রতিরোধে কাজ করতে গেলে কোনো সমস্যা সহলে আপনারা আমাদের ডিটেইলস জানাবেন। আমরা প্রয়োজনীয় প্রদপে গ্রহণ করবো। যাতে সমাজের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত না হয়।
দুর্জয় নারী সংঘ এবং সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় মঙ্গলবার সিভিল সার্জন অফিসের হলরুমে ‘এইচআইভি/এইডস প্রতিরোধে প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. রুস্তম আলী। সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিা কর্মকর্তা মো. শাহজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত সহ অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও ফোরামের নেতৃবৃন্দ।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।