মিজানুর রহমান রানা
এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করায় গ্রামপুলিশের কন্যা আকলিমা আক্তারকে অর্থ ও শিা উপকরণ বিতরণ করলেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
গতকাল সোমবার সকালে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাইয়ুম চাঁদপুর বাবুরহাট এলাকার কল্যান্দী গ্রামের গ্রামপুলিশ মো. হাবিব দেওয়ানের কন্যা আকলিমা আক্তারকে নগদ অর্থ ও শিা উপকরণ তুলে দেন। এ সময় তিনি বলেন, আমরা গ্রাম পুলিশদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে তাদের সন্তানদেরকে পড়ালেখায় আরো ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার জন্যে এই উদ্যোগ গ্রহণ করেছি। যাতে করে মেয়েরা ভালোভাবে পড়াশুনা করে দেশ ও সমাজের মঙ্গল বয়ে আনতে পারে।
গ্রামপুলিশদের উপস্থিতিতে এ সময় আরো উপস্থিত ছিলেন মডেল থানার সেকেন্ড অফিসার মনির হোসেন, পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা, মডেল থানার এএসআই নন্দন কুমার প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।