চাঁদপুর প্রতিনিধি: আগামী ১ এপ্রিল সোমবার থেকে সারাদেশে একযোগে এইচএসসি, আলিম, এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় এবার এসব শ্রেণীর মোট পরীৰার্থী হচ্ছে ১৮ হাজার ২শ’ ৪৫জন। আর কেন্দ্র হচ্ছে ৫০টি।
চাঁদপুরে এসব পরীক্ষা সুষ্ঠু, শানত্দিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কৰে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক আসন্ন পরীক্ষাগুলো সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে নেয়ার জন্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বেশ কঠোরভাবে বলেন, কোনো কেন্দ্রে যদি নকল হয় এবং কোনো ধরণের অনিয়ম হয় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিৰা শাখা সূত্রে জানা গেছে, এবার চাঁদপুর জেলায় এইচএসসি, আলিম, এইচএসসি বিএম ও ভোকেশনাল শাখায় মোট পরীৰার্থী হচ্ছে ১৮ হাজার ২শ’ ৪৫ জন। এর মধ্যে ছাত্র হচ্ছে ৮ হাজার ৮শ’ ৯১ জন ও ছাত্রী হচ্ছে ৯ হাজার ৩শ’ ৫৪ জন। এইচএসসির পরীক্ষার্থী ১৪ হাজার ৩শ’ ২৯ জন, কেন্দ্র ৩৩টি; আলিমে ২ হাজার ৬শ’ ৪৮ জন, কেন্দ্র ১০টি এবং এইচএসসি বিএম ও ভোকেশনাল শাখায় পরীৰার্থী ১ হাজার ২শ’ ৬৮ জন, কেন্দ্র হচ্ছে ৭টি। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক উপজেলায় ইউএনওগণ উপজেলার মূল দায়িত্বে থাকবেন। তাঁর নিয়ন্ত্রণে বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তারা কেন্দ্রের দায়িত্বে থাকবেন।