রাকিবুল হাসান:
কচুয়ায় এইচএসসি পরীক্ষায় ইংরেজী ১ম পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন এক শিক্ষকসহ ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মোঃ সেলিম হোসেন মিয়াজী এবং ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ শাহজালাল ও আকলিমা আক্তারকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। পরীক্ষা চলাকালীন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম তাদের বহিষ্কার করেন।
এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন জানান, শিক্ষক সেলিম হোসেনকে চলমান পরীক্ষা থেকে অব্যাহতি ও দুই পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।