মিজানুর রহমান রানা
এই দেশের মানুষেরা এখনও ঠিকমতো বাঁচার অধিকার পায়নি। মানুষকে দিনে-দুপুরে খুন করা হচ্ছে, নারী নির্যাতন করা হচ্ছে, লেখাপড়ার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এই দেশে স্বাধীনভাবে মানুষ তার পরিপূর্ণ অধিকার পাচ্ছে না। সাংবাদিক, আইনজীবী, মসজিদের ইমাম কেউই সঠিকভাবে কথার বলার স্বাধীনতা পাচ্ছে না। আজ ৪৩ বছরে স্বাধীনতার সুফল আমরা এখনও পেলাম না। আপনারা যদি প্রকৃত পক্ষে স্বাধীনতার সুফল না পেয়ে থাকেন তাহলে বুঝবেন ইসলামী হুকমত প্রতিষ্ঠিত না হলে আপনি স্বাধীনতার সুফল পাবেন না। বাস্তবিক অর্থে যে হুকমতই পরিপালন করা হোক, ইসলাম শাসনতন্ত্র ছাড়া আমরা স্বাধীনতার সুফল পাবো না। গত ক’দশক ধরেই দেখছি, যারাই ক্ষমতায় গিয়েছে, তারা জনগণের সাথে প্রতারণা করেছে। ভারত মাদকদ্রব্যের বিনিময়ের মাধ্যমে, সর্বনাশী ইয়াবা পাচারের মাধ্যমে ছাত্র সমাজের মেধাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেদিকে সরকারের খেয়াল নেই। যে ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশের মানুষকে গুলি করে মারে, তাদের কাছে আমাদের সৈন্যরা প্রশিক্ষণ দেবে শুনছি, এটা কীভাবে সম্ভব? যদি প্রশিক্ষণ দিতে হয়, তাহলে এদেশের মানুষদের হত্যার বিচার করতে হবে। এদেশে দিনের বেলায় মানুষ হত্যা হয়, মিডিয়াকে কন্ট্রোল করা হচ্ছে নতুন আইনের মাধ্যমে। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সত্যিকার তথ্য তুলে ধরতে পারছে না। মিডিয়ার টুটি টিপে ধরা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সোনার মানুষ ছাড়া, সোনার বাংলা গড়া যাবে না। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কোনো অপকর্মের অভিযোগ নেই। তারা দেশে সোনার মানুষ গড়ার কাজে যোগ দিয়েছে। তাই বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কার্যক্রমকে আমি স্বাগত জানাই।
বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম এসব কথা বলেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শাহজামাল গাজী সোহাগ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. নূরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মাও. মুজাম্মিলুল হক, সহ-সভাপতি মাও. মাকসুদুর রহমান, সেক্রেটারী শেখ মো. জয়নাল আবদিন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি আনোয়ার আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদ মাও. ইকবাল হোসাইন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার সাবেক সাবেক সভাপতি খান মুহাম্মাদ ইয়াসিন রাশেদ সানী, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি মাও. বেলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাহবুব ইমরান মাসুম, ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি মাও. গাজী মুহাম্মাদ হানিফ। আরো বক্তব্য রাখেন একে মোকতার হোসাইন, মুহাম্মাদ আহসান উল্লাহ, মুহাম্মদ মহসিন হোসেন, মুহাম্মাদ রাকিবুল হাসান রাজিব, মুহাম্মাদ নেছার উদ্দিন, মুন্সি মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, মুহাম্মাদ রবিউল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মুহাম্মাদ রাসেল সাঈদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শহর প্রদক্ষিণ করে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।