মনিরুজ্জামান বাবলু
বাংলাদেশস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এই বাংলাদেশ-ই হবে অর্থনৈতিক শক্তি। গর্জে উঠবে রয়েল বেঙ্গল টাইগার। এদেশের আপমর গ্রাম শহর বন্দরের সকল শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ গড়ে তুলবে তাদের স্বপ্নের সোনার বাংলা।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ছাত্রীসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখন শিক্ষা বিপ্লবের সময়। এ দেশের প্রতিটি ছেলে মেয়েকে জ্ঞানের সাগরে প্রবেশ করতে হবে এবং আধুনকি প্রযুক্তি মাধ্যমে বিশ্বের সাথে এগিয়ে যেতে হবে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনেটের আওতায় আসতে হবে। দেশের প্রতিটি ক্লাশ ও স্কুল প্রযুক্তিগত ভাবে আধুনিক হবে এটাই আমরা চাই। প্রতিটি ছাত্রছাত্রীর হাত-চোঁখ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে হবে। সোনার বাংলা গড়ে তুলবে।
ছাত্রীসমাবেশে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুল্লাহ নুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইউএস্আইডিরি মিশন ডিরেক্টর জেনিনা জরুজেকস্কি, চাঁদপুর-৪ আসনের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, দশম শ্রেণীর ছাত্রী মাইশা প্রমুখ।
এরপর চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। । সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে তিনি চাঁদপুরের কচুয়া আশেক আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর তাকে অভ্যর্থনা জানান কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার পূর্বে ড্যান ডব্লিউ মজিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপির কচুয়ার গুলবারস্থ বাস ভবনে সাথে একান্ত বৈঠকে মিলিত হন।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।